Hotel Review

রাধাচূরা কটেজ – রিসোর্ট

on
February 10, 2018

রাধাচূরা কটেজ – রিসোর্ট (Radhachura Cottage – Resort), এটি রাজেন্দ্র ইকো রিসোর্ট এর মেইন স্পট। ডে লং ট্যুর এবং নাইট স্টে ট্যুর সহ যে কোন ট্যুরের জন্য দারুন উপভোগ্য রিসোর্ট এটি। লাক্সারি সব ধরনের আয়োজন ই তাদের আছে। সব ধরনের খাবারের আয়োজন, সুইমিং পুল,  ওয়াচ টাওয়ার, গ্রীন ফিল্ড, খেলার মাঠ সহ আড্ডার জন্য সুন্দর লন স্পেস সব ই পাবেন এখানে। রিসোর্টের ছবি দেখতে তাদের ফেসবুক পেজ ভিজিট করুন এই লিঙ্কে।  যোগাযোগের নাম্বার 01786093227। প্যাকেজ কোথাও উল্লেখ নেই, ফোন করে নিজেদের মতো করে রিকোয়্যারমেন্ট দিয়ে প্যাকেজ জেনে নিতে হবে।

ঠিকানাঃ ময়মসিংহ রোড, ভবানিপুর, গাজিপুর।


গত এক বছর এরকম একটি লেখা ফেসবুকে মাঝে মধ্যেই ঘুরে বেড়ায় টাইটেল এমন যে ঢাকার আশেপাশে বা, গাজিপুরের ২০টি রিসোর্ট, ৩০ টি রিসোর্ট আর ক্লিক করে যখন পড়তে যাই তখন ই খাই ধোকা। কারন, অনলাইনে একটা লেখাই কপি পেস্ট হতে হতে হাজার হাজার পেজ, ওয়েবসাইট, ব্লগে চলে গেছে। কেউ হয়তো কষ্ট করে লিখেছিলেন কিন্তু তারপর আর কেউ সেটা পরিমার্জন বা, আপডেট করেন নাই বললেই চলে। সেই ২-৩ বছর আগের তথ্যই অনলাইনে ঘুরে বেড়াচ্ছে যার কারনে অনেকেই সমস্যায় ও পরছে।

এই কয় বছরে যেমন দারুন কিছু রিসোর্ট হয়েছে তেমনি বেশ কয়েকটি বন্ধ হয়ে গেছে আবার অনেক রিসোর্ট এর বেশ অনেক খারাপ রিভিউ পাওয়া গেছে। তাই এই তথ্যগুলো আপডেট কে করবে সে চিন্তা না করে নিজেই বেড়ালের গলায় ঘন্টা বাধতে নেমে গেলাম। প্রাথমিক ভাবে ৩০টি রিসোর্ট নিয়ে লিখবো ইনশাল্লাহ। পরবর্তীতে আস্তে আস্তে বাড়বে। সবগুলো রিসোর্ট রিসোর্ট/হোটেলের লিস্ট (ইন্ডেক্স) পাবেন এই লেখায়


ভ্রমন সংক্রান্ত যেকোন প্রশ্ন / তথ্য / ট্যুর প্ল্যানের জন্য আমাদের ফেসবুক গ্রুপ ছুটি ট্রাভেল গ্রুপে জয়েন করতে পারেন। 

TAGS

LEAVE A COMMENT